Tuesday, November 18, 2025
HomeScrollআবার সোনার দামে বড় পতন, ১ গ্রাম সোনার দাম কমল আজ
Gold Price Today

আবার সোনার দামে বড় পতন, ১ গ্রাম সোনার দাম কমল আজ

২২ ক্যারাট এক গ্রাম সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে

কলকাতা: আন্তর্জাতিক বাজারে (International Market) সোনার দামে পতনের (Gold price fall) প্রভাব পড়ল দেশের বাজারেও। পরপর কয়েকদিন স্থিতিশীল থাকার পর আজ আবারও কমল সোনার দাম (Gold Price Today)। বিশেষ করে ২২ ক্যারাট এক গ্রাম সোনার দামে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন অর্থনীতির চাপ, ডলার সূচকের ওঠানামা এবং বৈশ্বিক স্বর্ণবাজারে চাহিদা কমে যাওয়ার কারণে ভারতীয় বাজারে সোনার দামে এই পতন। খুচরো ক্রেতাদের জন্য এটি বড় স্বস্তির খবর।

আরও পড়ুন: ঠাকুরনগরের অনশন মঞ্চে অসুস্থ সাংসদ মমতা বালা ঠাকুর

এদিন কলকাতাসহ দেশের বিভিন্ন মহানগরে সোনার গড় দাম অনুযায়ী,

  • ২২ ক্যারাট ১ গ্রাম সোনার দাম কমেছে কয়েক টাকা,

  • ১০ গ্রাম সোনাতেও রয়েছে উল্লেখযোগ্য দামের সংশোধন।

বিয়ের মরশুমে সোনার দাম কমায় গয়না ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্বর্ণ ব্যবসায়ীদের আশা, দাম কমার ফলে বাজারে ক্রেতার সংখ্যা আরও বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনেও সোনার দামে ওঠানামা চলতে পারে। তাই যাদের কেনার পরিকল্পনা আছে, তাদের বাজারের হালচাল নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News